Mukti Juddho Wiki
Advertisement

"মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।মুক্তিযোদ্ধা তথা জাতির বীর সন্তানেরা কোন পরিবার বা গোষ্ঠীর নয় তারা পুরো বাঙ্গালী জাতির  অহংকার । "

গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লেখা একটি এপিকধর্মী কাহিনী। এদে মূলত চাউলহাটি ইউনিট বেসের মুক্তিযোদ্ধাদের দৈনন্দিন জীবন এবং অপারেশনের বর্ণনা বিধৃত হয়েছে। লেখক মাহবুব আলম ছিলেন এই ইউনিটের একজন সফল কমান্ডার। বইটি দুই খণ্ডে সমাপ্ত হয়েছে।

Advertisement