Mukti Juddho Wiki
Advertisement

"মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।মুক্তিযোদ্ধা তথা জাতির বীর সন্তানেরা কোন পরিবার বা গোষ্ঠীর নয় তারা পুরো বাঙ্গালী জাতির  অহংকার । "

ভারতীয় নৌবাহিনীর সহায়তায় বাংলাদেশের মাত্র ৩০০ জন ছাত্র ও যুবককে ইতিহাসখ্যাত পলাশীর অদূরে, ভাগিরথী নদীতে নৌ-বিধ্বংসী প্রশিক্ষণ দেয়া হয়। এই নৌ-কমান্ডোরা একাত্তরের ১৫ই আগস্ট থেকে নভেম্বরের মধ্যে সর্বমোট ৫০,৮০০ টন জাহাজ নিমজ্জিত করেন, ক্ষতিসাধন করেন সর্বমোট ৬৬,০৪০ টন জাহাজের, সেইসাথে বেশ কিছু পাকিস্তানী নৌযান দখল করে নেন। ফলশ্রুতিতে বিশ্বের বাণিজ্যিক বহরে ত্রাসের সঞ্চার ঘটে, চট্টগ্রাম আর চালনায় বাহিত পণ্যের ইনসিওরেন্স প্রিমিয়াম বৃদ্ধি পায় ২০ গুণ।

স্বল্পসংখ্যক যোদ্ধা সঠিক বাছাই, উপযুক্ত প্রশিক্ষণ, পর্যাপ্ত অস্ত্র, সুস্পষ্ট লক্ষ ও নির্ভুল পরিকল্পনার মাধ্যমে কতটা সফল আঘাত হানতে পারেন, মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোরা তার উজ্জ্বল উদাহরণ।


তথ্যসূত্রঃ ০১. মূলধারা '৭১, মঈদুল হাসান, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, বাংলাদেশ, অক্টোবর ১৯৯৫।

Advertisement