"মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।মুক্তিযোদ্ধা তথা জাতির বীর সন্তানেরা কোন পরিবার বা গোষ্ঠীর নয় তারা পুরো বাঙ্গালী জাতির অহংকার । "
বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদান করা বাংলাদেশের সর্বোচ্চ পদক। এ পর্যন্ত সাত জনকে এই পদক দেয়া হয়েছে, যাদের সবাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ হয়েছেন।
বীরশ্রেশ্ঠদের একটি তালিকা নিম্নে দেয়া হল :-
ক্রম | নাম | সেক্টর | পদবী |
০১ | মহিউদ্দীন জাহাঙ্গীর | সেনা বাহিনী | ক্যাপ্টেন |
০২ | হামিদুর রহমান | সেনা বাহিনী | সিপাই |
০৩ | মোস্তফা কামাল | সেনা বাহিনী | সিপাই |
০৪ | মোহাম্মদ রুহুল আমিন | নৌ বাহিনী | আর্টিফিসার |
০৫ | মতিউর রহমান | বিমান বাহিনী | ফ্লাইট লেফটেন্যান্ট |
০৬ | মুন্সি আব্দুর রউফ | সেনা বাহিনী | ল্যান্স নায়েক |
০৭ | নূর মোহাম্মদ শেখ | সেনা বাহিনী | ল্যান্স নায়েক |